রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবি


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৩ জুলাই ২০১৬

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সুন্দরবনের পাশ ঘেঁষা রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চুক্তি প্রক্রিয়ার প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সুন্দরবন রক্ষায় সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে চারটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন চুক্তি বাতিল
২. বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বন্ধ ও নিরাপদ দূরত্বে স্থানান্তর  
৩. প্রস্তাবিত ওরিয়নসহ সুন্দরবনের জন্য ক্ষতিকর অন্যান্য সকল অবকাঠামো ও কার্যক্রম বন্ধ এবং
৪. সুন্দরবন রক্ষায় বিজ্ঞানসম্মত সার্বিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, সুন্দরবনের মাত্র  চার কিলোমিটারের মধ্যে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে বনের মূল্যবান গাছ, তৃণলতা-গুল্ম, পশুপাখি, জলজ প্রাণিসহ অন্যান্য জীববৈচিত্র্য ধ্বংস হবে। ফলে এর সঙ্গে সম্পৃক্ত দুই থেকে তিন কোটি মানুষের জীবিকা বিনষ্ট হবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট বিশেষ করে ক্রমবর্ধমান সাইক্লোনজনিত ধ্বংসলীলার চারণভূমিতে পরিণত হবে।  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করি`র সমন্বয়ক খুশি কবির, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ।

এএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।