যেকোনো মূল্যে জঙ্গিদের দমন করুন : মেনন


প্রকাশিত: ০৯:১০ এএম, ১২ জুলাই ২০১৬

গুলশানে জঙ্গি হামলার ইস্যুতে দেশ-বিদেশ চাপের কথা স্বীকার করে জঙ্গিদের দমনের কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। মঙ্গলবার সিভিল এভিয়েশন সদর দফতর সভাকক্ষে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

হযরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা আরো দৃঢ় ও সুসংহত করার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জঙ্গিদের সম্পর্কে সজাগ থাকতে হবে। যেকোনো মূল্যে এদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় কার্গো সমস্যার সমাধান ছাড়াও শাহজালাল বিমানবন্দরে সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, মেম্বার অপারেশন মাজহারুল ইসলাম প্রমুখ।

আরএম/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।