হলি আর্টিসান ঘুরে দেখলেন নিশা


প্রকাশিত: ১০:৩১ এএম, ১১ জুলাই ২০১৬

সম্প্রতি জঙ্গি হামলার শিকার রাজধানী গুলশানে হলি আর্টিসান বেকারি পরির্দশন করেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

সোমবার সকালে গুলশানের ৭৯ নম্বর সড়কে ওই ঘটনাস্থল পরির্দশন করেন তিনি। এসময় তিনি জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। রেস্তোরাঁ ঘুরিয়ে দেখান পুলিশের উপকমিশনার জসিমউদ্দিন।

প্রসঙ্গত, গত ১ জুলাই গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। এসময় তারা ১৭ জন বিদেশি, দুই বাংলাদেশি ও একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে হত্যা করে। এই সন্ত্রাসী হামলার পর নিশা বাংলাদেশে দুই দিনের সফরে আসেন।

এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।