শোলাকিয়ায় হামলায় পুলিশসহ নিহত ৩


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৭ জুলাই ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের পাশে দুর্বৃত্তদের চালানো হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। পুলিশের প্রতিরোধে নিহত হয়েছেন এক হামলাকারী।

ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান এ খবর জানিয়েছেন। ঈদের সকালের এই হামলায় আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর রয়েছে।

তবে কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাননি কেউ।

kishoreganj

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এই শোলাকিয়া ঈদগাহে ময়দানে। এ মাসের শুরুতেই রাজধানীর গুলশানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ঈদের জামাত নিয়ে বাড়তি সতর্কতা ছিল। ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

নুরুজ্জামান জানান, শোলাকিয়ার নিরাপত্তার স্বার্থে কয়েক কিলোমিটার জুড়ে পুলিশ মোতায়েন ছিল। এর একটি অংশে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে পুলিশসহ ১০ জন আহত হন।

kishoreganj

এ খবর পেয়ে অন্য পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়। বোমা ফাটিয়ে তারা একটি বাড়ির ভেতর গিয়ে লুকায়।     

এরপর পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে। বেলা ১১টার দিকে সেখান থেকে একজন পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

পরে সেখান থেকে আরো দুই হামলাকারীকে আটক করা হয়। বর্তমানে পুলিশ-র্যাব সেখাসে অভিযান চালাচ্ছে।

নূর মোহাম্মদ/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।