মতিঝিল ও তাতীবাজারের ৪ গাড়িতে আগুন


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

রাজধানীর রাজউক ভবনের সামনে ২টি বিআরটিসি বাস ও পুরান ঢাকার তাতীবাজার এলাকার দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপর ২ টা ৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়াস সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার জিয়াউর রহমান। তিনি জাগোনিউজকে জানান, একদল দুর্বৃত্ত মতিঝিল রাজউক ভবনের সামনে দাড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। এঘটনায় ফায়ার সার্ভিস হেডকোয়াটারের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

অপরদিকে পুরান ঢাকার তাতীবাজার এলাকায় ২টা ৭ মিনিটের দিকে যাত্রীবাহী ২টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের দেয়া খবরে সেখানেও দুটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

সর্বশেষ খবর অনুয়ায়ী তাতীবাজারে বাসে লাগা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।