গুলশানে আবারো বোমা আতঙ্ক


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৫ জুলাই ২০১৬

গুলশান-১ নাভানা টাওয়ারের উল্টা দিকে ১০ তলা শান্তা গার্মেন্টেসের সামনে পরিত্যক্ত একটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

মঙ্গলবার রাত ৮টার দিকে ওই ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ, র‌্যাব ও বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থল থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে দেখা যায় তা সুতা এবং কসটেপ দিয়ে মোড়ানো।

গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম এ সব তথ্য জানিয়ে বলেন, ব্যাগটি উদ্ধারের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান স্প্যানিশ রেস্টুরেন্টে একদল সশস্ত্র যুবক অতর্কিত ভাবে ঢুকে পড়ে এবং অস্ত্রের মুখে দেশি-বিদেশি প্রায় ২৮ জনকে নিরীহ মানুষকে জিম্মি করে।

রাতভর উৎকণ্ঠার পর সকাল সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সম্মিলিত সামরিক দল।

সাড়ে ১২ মিনিটের এ অভিযানে অভিযানে এক জাপানি ও দুই শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। তাদের গুলিতে নিহত হয় ৬ জঙ্গি।

অভিযান শেষে তল্লাশি চালিয়ে অপারেশন থান্ডারবোল্ট’র সদস্যরা রাতেই নিহত হওয়া ২০ জনের মৃতদেহ উদ্ধার করে।

জেইউ/এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।