গুলশানে হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য


প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৫ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে যারা হামলা চালিয়েছে তারা সবাই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা নিয়ে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশানে হামলা চালিয়ে যারা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন সময় যে সকল জঙ্গি কর্মকাণ্ড ইতোপূর্বে সংঘটিত হয়েছে এ ঘটনা তারই অনুবৃত্তিক্রমে ঘটানো হয়েছে।

তিনি বলেন, কিছু জঙ্গি সংগঠন তাদের হীন স্বার্থ কায়েমের জন্য শিক্ষিত কোমলমতী তরুণ ও যুবকদের ধর্মের নামে বিপথঘামী করেছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

এমইউ/এফএইচ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।