ব্যাগ নিয়ে ঈদগাহে আসবেন না


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৫ জুলাই ২০১৬

নিরাপত্তার স্বার্থে ব্যাগ বা পোটলা নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে না আসার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তার সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শনে এসে এ আহ্বান জানান তিনি।

মৎস ভবন, দোয়েল চত্বর, ইবিএল ও জিরো পয়েন্টে চেক পোস্ট থাকবে বলেও জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, মুসল্লিদের প্রত্যেককে তল্লাশি করে ঈদের জামাতে যেতে দেয়া হবে। শুধুমাত্র জায়নামাজ নিয়ে নামাজ পড়তে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।  

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট কোনো হুমকি নেই। কিন্তু প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, চাঁদ দেখা সাপেক্ষে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ত্রিপল দিয়ে ময়দানের উপরিভাগ ঢেকে দেয়া হয়েছে।  

ডিসিসি কর্মকর্তারা জানান, নারী ও পুরুষ মিলিয়ে লক্ষাধিক মুসল্লি এখানে নামাজ করতে পারবেন।

এমইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।