নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে বিদেশি ব্যবসায়ীরা


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৫ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় তৈরি পোশাক রফতানিতে প্রভাব পড়বে না। সোমবার রাজধানীর কারওয়ানবাজারে ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাক শিল্প খাতের শ্রম পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

কিন্তু ইতোমধ্যেই বাংলাদেশে ব্যবসার বিষয়ে আরো চিন্তা ভাবনা করছে বিদেশি ব্যবসায়ীরা। গত শুক্রবার ঢাকার গুলশানে প্রাণঘাতী জঙ্গি হামলার পর বিদেশী পোশাক কোম্পানিগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করছে।

জাপানের পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো বলছে, তারা অতি জরুরী প্রয়োজন ছাড়া বাংলাদেশে সব ধরণের বাণিজ্যিক সফর বাতিল করছে।

সুইডেনের এইচএন্ডএমসহ অন্য যেসব বিদেশী পোশাক প্রতিষ্ঠানের বাংলাদেশে ব্যবসা রয়েছে তারা বলছে তারা বাংলাদেশ থেকে নিরাপদ কোন দেশে কার্যক্রম সরিয়ে নেবার আগে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে।

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির খাত ২৬ বিলিয়ন ডলার। দেশের শতকরা আশি ভাগ রপ্তানি আয়ই হয় তৈরি পোশাক খাত থেকে। চল্লিশ লাখের মত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাতটি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।