গুলশানে রেস্তোরাঁয় হামলা : রাতেই মামলা হচ্ছে
গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় হামলার ঘটনায় গুলশান থানায় মামলার প্রক্রিয়া চলছে। সোমবার রাতে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গুলশান থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের গুলশান বিভাগে সহকারী কমিশনার রফিকুল ইসলাম থানায় উপস্থিত রয়েছেন। তার তত্ত্বাবধানে মামলার প্রক্রিয়া চলছে। একই তথ্য নিশ্চিত করেছেন এসি রফিকুলও।
তিনি জানান, ওই মামলায় নিহত পাঁচ হামলাকারীসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।
জেইউ/এসকেডি