প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ হস্তান্তর


প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৪ জুলাই ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে নিহত ব্যক্তিদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Holy

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের রাষ্ট্রদূত, ইতালির রাষ্ট্রদূত, জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারবর্গ, নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারবর্গ, আওয়ামী লীগ, ১৪ দল, এফবিসিসিআইয়ের সভাপতি ও বিশিষ্টজনরা।
 
এ সময় তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সর্বস্তরের সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত মঞ্চ উন্মুক্ত রাখা হয়েছে।

Holy

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।