সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৩ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যে কোনো ধরণের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ।

রোবাবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন কেরিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। তাছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের "কাউন্টার টেরোরিজম ইউনিট" গঠন করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এইউএ/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।