গুলশানে হামলা : দুটি মামলা করবে পুলিশ


প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ জুলাই ২০১৬

রাজধানীর গুলশান-২ নম্বর হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার দুটি মামলা করবে পুলিশ। রোববার ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে আইজিপি শহিদুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

শহিদুল ইসলাম বলেন, শিগগিরই এ বিষয়ে গুলশান থানায় দুটি মামলা দায়ের করবে পুলিশ। পুলিশের নবগঠিত ‘কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট’ (সেটি) এ মামলার তদন্ত করবে।
 
শুক্রবার দিবাগত রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ সদস্য শাহাদাতবরণ করেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।

এছাড়া পুরো ঘটনায় আহত ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। আইজিপি শহিদুল ইসলাম আজ (রোববার) তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান।

প্রসঙ্গত, গুলশানের ওই ঘটনায় নিহতদের স্মরণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আগামীকাল (সোমবার) শোকের দ্বিতীয় দিন সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী।

এআর/এমইউএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।