গুলশানের রেস্তোরাঁয় বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৩ জুলাই ২০১৬

গুলশান-২ এলাকায় অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহতের ঘটনায় আলামত সংগ্রহে দ্বিতীয়দিনের মতো সিইআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ) ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

রোববার দুপুর সোয়া ১২টায় ছয় সদস্যের সিএসইউ ইউনিট ও পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি গাড়ি হলি আর্টিসান রেস্টুরেন্টে প্রবেশ করে। এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে সিএসইউ এর ১১ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এছাড়া জাপানের রাষ্ট্রদূত ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সাধারণ বিদেশি নাগরিকরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

police20

সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটির আশপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছেন।

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।