গুলশানের নিহতদের মধ্যে ৬ জন জাইকার কর্মকর্তা : মন্ত্রী


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৩ জুলাই ২০১৬
ফাইল ছবি

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ছয়জন জাইকার কর্মকর্তা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরা সবাই মেট্রোরেল প্রকল্পের এমআরটি ১ ও এমআরটি ৫ এর সমীক্ষক ছিলেন।

মেট্রোরেল প্রকল্পে এর প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।  

মন্ত্রী বলেন, সন্ত্রাসী সমস্যা হচ্ছে বিশ্বব্যাপী সমস্যা, তাই এর প্রভাব প্রকল্পে পড়ার কথা নয়। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। সরকারের পক্ষে তিনি তাদের নিকট সমবেদন জানাবেন।

এমইউএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।