মরদেহ নিতে হলি আর্টিসান রেস্টুরেন্টে অ্যাম্বুলেন্স


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০২ জুলাই ২০১৬

সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহ সরিয়ে নিতে রাজধানীর গুলশান এলাকায় হলি আর্টিসান রেস্টুরেন্টে অ্যাম্বুলেন্স পৌঁছেছে। এদিকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে গুলশান এলাকায় ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গুলশান এলাকা।

শনিবার দুপুর আড়াইটার দিকে প্রায় ১৫টি অ্যাম্বুলেন্স রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে। সংশ্লিষ্টরা জানান, মরদেহ সরিয়ে নিতে আরো পাঁচটা অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করবে। নিয়ম অনুযায়ী মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ambulance

জানা যায়, হলি আর্টিসান রেস্টুরেন্টে কাজ করতেন সাইফুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ।

তার স্বজনরা জানান, সাইফুলের সঙ্গে শেষ কথা হয় শুক্রবার বিকেলে। এরপর টেলিভিশনে সংবাদ দেখে রাত ১২টায় ফোন করা হলে রিং বাজে কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। সাইফুলের সন্ধান পেতে শরীয়তপুর থেকে তার ভাবি জহুরা এবং বোন ময়না সকালে ঢাকায় এসে পৌঁছান। তারা বর্তমানে গুলশান এলাকায় অবস্থান করছেন।



এইচএস/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।