অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ


প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০১ জুলাই ২০১৬

গুলশানে গোলাগুলির ঘটনায় অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাস।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এই পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, গুলশানে গোলাগুলি এবং মানুষ জিম্মি করে রাখার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা এখনো চলছে। সুতরাং ওই এলাকা পরিহার করুন। আর খবরে চোখ রাখুন।

এতে আরো বলা হয়, যদি ওই এলাকায় যেতেই হয় তাহলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শ মেনে চলুন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থান করুন।

বিবৃতির সারমর্ম অংশে বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসী হামলার কবলে পরার দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে দেশটির রাজনৈতিক অবস্থাও অস্থিতিশীল। সুতরাং চলাফেরার সময় নিজস্ব নিরাপত্তা বাহিনী সঙ্গে নিয়ে চলুন।

গুলশানের দূতাবাসে এ ধরনের হামলায় অস্ট্রেলিয়া মনে করছে হামলাকারীরা অস্ট্রেলিয়াসহ পশ্চিমা নাগরিকদের টার্গেট করেছে। সুতরাং তাদেরকেই বেশি সতর্ক থাকতে হবে।

একই ঘটনায় যুক্তরাষ্ট্র দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এমইউএইচ/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।