শাহজালাল বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা


প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০১ জুলাই ২০১৬

রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে গোলাগুলি ও হতাহতের ঘটনায় এ সতর্কতা জারি করা হয়।

বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এপিবিএন-এর সিইওসহ (অধিনায়ক) ঊর্ধ্বতন সব কর্মকর্তা বিমানবন্দরে উপস্থিত আছেন। বিমানবন্দরের বিশেষ বিশেষ স্থানে এপিবিএন-এর বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) মোতায়েন করা হয়েছে।

এ ছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় উল্লেখ্যযোগ্য সংখ্যক র‌্যাব-পুলিশের সদস্যরা মোতায়েন করা হয়েছে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।