মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডিবির রবিউলও


প্রকাশিত: ০৭:২২ পিএম, ০১ জুলাই ২০১৬

রাজধানীর গুলশানে-২ এলাকায় অবস্থিত লেক ভিউ রেস্টুরেন্ট পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির ঘটনায় মারা গেলেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামও।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‍গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোয়েন্দা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এরআগে, সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ এখন ওই হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।