‘পুলিশ গুলি চালালে তারা আমাদের মেরে ফেলবে’


প্রকাশিত: ০৭:২০ পিএম, ০১ জুলাই ২০১৬

ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলার পর সেখানে পরিবারের চার সদস্যসহ আটকা পড়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ করিম (বেসিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট)।

তিনি শুক্রবার রাত ১০ টা ৪১ মিনিটে তার চাচা আনোয়ার হোসেনকে ফোন করে জানান, ‘পুলিশকে অনুরোধ করুন ভেতরে যেন গুলি না চালায়। গুলি চালালে তারা (সন্ত্রাসীরা) আমাদের মেরে ফেলবে।’

আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ইঞ্জিনিয়ার আশরাফ করিম রেস্টুরেন্টের ভেতরে স্ত্রী-সন্তান নিয়ে জিম্মি রয়েছেন।

এদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, জিম্মিকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে চাচ্ছেন তিনি। রেস্টুরেন্টে দেশি-বিদেশি বেশকিছু সংখ্যক মানুষ খেতে এসেছিলেন। দুর্বৃত্তরা তাদের জিম্মি করেছে। আমাদের কাছে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এখন আমরা ওদের সঙ্গে কথা বলে তাদের কি সমস্যা, তারা কি চাচ্ছে তা জেনে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ওই এলাকায় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হয়েছেন বলে জানা গেছে।

জেইউ/এআর/আরএস/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।