শাহজালালে সাড়ে ৮ কেজি সোনাসহ গ্রেফতার ১


প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৬শ’ গ্রাম সোনাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার বিকেল সাড়ে তিনটায় বিমানবন্দরে সোনাসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম জায়েদ আক্তার (৩২)। শুল্ক গোয়েন্দা বিভাগের এসি উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে জানান, জায়েদ (পাসপোর্ট নাম্বার জেড ২৭০৩৩৮৩) ব্যাংক থেকে ‘বিজি০৮৯’ নামক একটি বিমানে বাংলাদেশে অবতরণ করেন। রেড লাইন পাড় হলে তাকে সন্দেহজনক গতিবিধির জন্য তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগের ভিতরে ১১টি কালো প্যাকেটে মোড়ানো অবস্থায় সোনা উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে টয়লেটের কমোড ওয়াটার ট্যাংক থেকে বাকি স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে কিছু সোনা টয়লেটের ফ্লাশ পাইপে ফেলেছিলেন তিনি। এসব সোনা উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এসি উম্মে নাহিদা আক্তার আরও জানান, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। আরও সোনা থাকতে পারে এমন খবরে তল্লাশী অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।