গেইটে খালেদা, প্রস্তুত জলকামান


প্রকাশিত: ১০:০৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

সমাবেশের যোগ দেওয়ার উদ্যেশ্যে গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তবে তার গেইটে এখনও তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এছাড়া কার্যালয়ের ঠিক গেইটের কাছেই পুলিশের জলকামান ও প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া বিকেল পৌনে ৪টায় দিকে তিনি কার্যালয়ের নিচে নেমে আসেন।  তার ঢাকা মেট্রো ঘ-১৩-২৬১২ গাড়িটি প্রধান ফটকেই থেমে যায়।

খালেদা জিয়া বের হবেন, এ খবর জেনে আগে থেকেই পুলিশ বাড়িটির প্রধান ফটকসহ দুটি ফটকেই তালা ঝুলিয়ে রাখে। পরে দলের নেতাকর্মীরা কার্যালয়ের গেইট ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ সেখানে পেপার স্প্রে নিক্ষেপ করে। এতে সাংবাদিকসহ বেশকয়েকজন নেতাকর্মী আহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।