চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর নেই। সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

মোস্তফা কামালের মৃত্যুর খবর পৌঁছালে সুপ্রীম কোর্টে আপিল বিভাগের বিচারকরা তাঁর প্রতি সম্মান জানিয়ে এজলাস থেকে নেমে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মোস্তফা কামাল ১৯৩৩ সালের ৯ মে রংপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন।

তিনি ১৯৯৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দয়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর যুক্তরাজ্যে আইন বিষয়ে লেখাপড়া করেন মোস্তফা কামাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।