রাজধানীতে শ্রমিকলীগ ও আ.লীগ কার্যালয়ে আগুন
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়ায় শ্রমিকলীগের ও পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামীলীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনাগুলি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কার্যালয়ে কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী। তিনি জানান, সোমবার সকাল সাতটার দিকে দনিয়া ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালবাড়ি মোড়ে অবস্থিত শ্রমিক লীগের অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় অফিসে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এব্যাপারে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শঙ্কর জানান, এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি।
অন্যদিকে ভোর ৫টা ১৪ মিনিটে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকান্ড ঘটে। তবে কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কার্যালয়ের ডিউটি অফিসার ব্রজেন দাস। ৭টা ৩৫ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে তিনি জানান।
অপরদিকে গুলশান এলাকার করাইল বস্তিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৗঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহাম্মদ আলী জানান, ভোরে গুলশানের করাইল বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায় ফায়ার সার্ভিস কর্মীরা। এ আগুনের ঘটনায় বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।