তামিল ছবিতে শ্রীদেবীর কামব্যাক
তামিল ছবিতেই চার বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। আবার সেই তামিল ছবিতেই ফিরছেন বলিউড ‘চাঁদনি’ শ্রীদেবী। বেশ কয়েক দশক পরে ফের তামিল ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘পুলি’।
টুইট করে শ্রীদেবী তাঁর ছবির নাম ঘোষণা করেছেন। জানিয়েছেন এই ছবির কলাকুশলীদের সঙ্গে কাজ করা তাঁর কাছে দারুণ অনুভূতি। ‘ইংলিশ ভিংলিস’ ছবি দিয়ে ২০১২তে হিন্দি ছবিতে কামব্যাক করেছিলেন শ্রীদেবী। এবার পালা তামিলে ফেরার। শিশুশিল্পী হিসেবে তামিলের পাশাপাশি তেলুগু, মালায়ালাম ছবিতেও কাজ করেছেন শ্রীদেবী। তবে ১৩ বছর বয়সে প্রথম বড় কাজ তামিল ছবিতেই। তাই এতদিন পরে তামিল ছবিতে ফেরাকে ‘ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স’ বলেছেন তিনি।
‘পুলি’তে নায়কের ভূমিকায় আছেন বিজয়। নায়িকা হংসিকার মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীদেবী। এছাড়াও এ ছবিতে শ্রীদেবীর সহশিল্পী শ্রুতি হাসান, সুদীপ প্রমুখ।