রাজধানীতে ভবন থেকে ফেলে যুবককে হত্যা


প্রকাশিত: ০২:১৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় হাত-পা বেঁধে নির্মাণাধীন ভবন থেকে ফেলে সোহেল (৩০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার এসআই মিনহাজুল ইসলামে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘এক যুবক ছাদ থেকে পড়ে মারা গেছেন এমন খবরে আমরা রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি’।

পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান এসআই মিনহাজুল। এঘটনায় কে, বা কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।