নতুন রূপে ঋতুপর্ণা
তখনও ছিলেন একনম্বর এখনও আছেন একনম্বরে, যতই তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে মিডিয়া মন্তব্য করুক। কিন্তু সেসব থোড়াই কেয়ার করে নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে টালিগঞ্জের উপরে এখনও ছড়ি ঘোরাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ক্যারিয়ারের একদম শুরুর দিকে টালিগঞ্জের একনম্বর নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ শুরু করেছিলেন। ধীরে ধীরে উত্তম-সুচিত্রার পর বাংলার শ্রেষ্ঠ জুটি হয়ে যান দুজনে। কিন্তু এখন দুজনের পথ আলাদা হলেও দুজনেই একনম্বরেই আছেন। ‘আলো’, ‘চাঁদের বাড়ি’ , ‘মুক্তধারা’ পরপর অন্যধারার সিনেমায় কাজ করে দর্শকদের নিজের অন্য অভিনয় সত্তার পরিচয় দিয়েছেন ঋতুপর্ণা।
‘কমার্শিয়াল ছবির ন্যাকা হিরোইন অভিনয়টা জানেই না’ এই অপবাদের সজোরে জবাব দিয়ে পরপর অন্যধারার ছবিতে অভিনয় করে যাচ্ছেন ঋতুপর্ণা। প্রতিটি পদক্ষেপে সফলতাকে ছুঁয়ে এবার ঋতু হাত বাড়িয়েছেন নতুন সাফল্যকে কাছে পেতে।
নিজের ছবিতে অভিনয়ের পাশাপাশি আস্ত একটা গান গাইলেন ঋতুপর্ণা। বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি নিজের আসন্ন ছবি ‘পতি পরমেশ্বরে’ একটি গানের রেকর্ডিং সদ্য শেষ করেছেন টালিগঞ্জের একনম্বর নায়িকা।
জয়শ্রী ভট্টাচার্যের প্রথম সিনেমা ‘পতি পরমেশ্বরে’ মূখ্য নারী চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই সিনেমাটিতে ‘ভূমি’ ব্যান্ডের বিখ্যাত গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গীত নির্দেশনায় গান গেয়েছেন ঋতুপর্ণা। সুরজিৎ সাংবাদিকদের জানিয়েছেন , গানটি ‘শাদি কা লাড্ডু’ এই নামের এবং এইরকম ভাবনার উপরই করা হয়েছে।
সঙ্গীত পরিচালক নিজেই জানিয়েছেন টালিগঞ্জের নায়িকা গানের ক্ষেতেও যথেষ্ট সাবলীল এবং বেশ ভাল গান গেয়েছেন। যদিও নায়িকাকে এই বিষয়ে প্রশ্ন করায় তাঁর বিখ্যাত হাসি দিয়ে জানান, ‘সুরজিৎ এবং জয়শ্রীর চেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম কোনও দিন গান গাইনি। কিন্তু ওরা আশ্বাস দেওয়ায় শেষ পর্যন্ত রেকর্ডিংটা হয়েছে।’
এই সিনেমাটিতে ঋতুপর্ণা ছাড়াও বাংলার আর এক খুব জনপ্রিয় ব্যক্তিত্ব গান গেয়েছেন এবং তিনি হলেন মীর। যদিও আগে মীরকে ‘নটবর নটআউট’ সিনেমাতে প্লেব্যাক করতে দেখা গিয়েছে। কিন্তু গানের জগতে হাতেখড়ি ঋতুপর্ণা সেনগুপ্তের এই প্রথম। পরিচালক জয়শ্রী ভট্টাচার্য গানটি নিয়ে খুব আশা রাখছেন। তাঁর মতে দর্শকদের অবশ্যই পছন্দ হবে নায়িকার গলায় এই গান।
‘পতি পরমেশ্বরে’ ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন রজতাভ দত্ত। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন দ্বীজেন বন্দোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মিত্র, সুদিপ্তা চক্রবর্তী প্রমুখ।
তাহলে, কলকাতা ওরফে সমগ্র বাংলার দর্শকরা তৈরি হয়ে যান বাংলা ইন্ডাস্ট্রিতে চেনা নায়িকাকে নতুন প্লেব্যাক গায়িকা হিসেবে দেখার জন্য।