জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শ্রমিকদের মারধর ও ট্রাক আটকের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করেছে সম্মিলিত পরিবহন মালিক ও শ্রমিক সমিতি।
জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় রোববার বিকালে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জামসহ ট্রাক আটক করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শ্রমিকদের মারধর এবং ট্রাক আটকের অভিযোগ তুলে সম্মিলিত পরিবহন মালিক ও শ্রমিক সমিতি পরিবহন ধর্মঘটের ডাক দেওয়ায় আজ রাত ৭টা থেকে রাস্তায় বাস ও ট্রাক ফেলে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা।
এদিকে আকষ্মিক পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা। কোন যানবাহন না পাওয়ায় পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তারা। জামালপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান বাবু জানিয়েছেন, জেলা প্রশাসককে প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।