যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনায় পিয়ংইয়ং


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০৪ জানুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। সনি পিকচার্সের বিরুদ্ধে সাইবার হামলার জবাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ‘বৈরী ও উত্তেজনাকর’ নীতি নিয়েছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রোববার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়,  যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিঃষেশ করে দেয়ার যে নীতি নিয়েছে তাতে ডিপিআরকে’র সারবভৌমত্ব রক্ষার মনোভাবই কেবল আরো দৃঢ় হবে।

সনি সাইবার হামলার অজুহাতে উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র একঘরে করতে চাইছে বলে অভিযোগ করেছে দেশটি। এছাড়া, যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বৈরী নীতি থেকে এখনো সরে আসেনি আরোপিত নতুন নিষেধাজ্ঞাই তা প্রমাণ করেছে বলেও মন্তব্য করেছে পিয়ংইয়ং।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।