রাজধানী জুড়ে গণপরিবহন বন্ধ


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৫

নাশকতা এড়াতে রাজধানী জুড়ে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রোববার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার ঘুরে গণপরিবহন বন্ধের চিত্রও পেয়েছেন জাগো নিউজের সংবাদকর্মীরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, ‘৫ জানুয়ারির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই অর্ধশতাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাই নাশকতা এড়াতে বাস চালানো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যান চলাচল স্বাভাবিক হবে।’

এদিকে হঠাৎ করে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।