জিডির আলোকেই নিরাপত্তা বৃদ্ধি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়নি বরং নিরাপত্তা চেয়ে থানায় করা জিডির আলোকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। রোববার দুপুরে তিনি এ কথা বলেন।
এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ডিএমপি মুখপাত্র নিরাপত্তার কথা বললেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, চেয়ারপারসনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে সরকার।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন বেগম জিয়ার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা করে গত ৩১ ডিসেম্বর রাজধানীর চকবাজার থানায় একটি জিডি করেছিলেন খালেদার আইনজীবী প্যানেলের সদস্য মো. জাকির হোসেন ভূঁইয়া।
জিডি প্রসঙ্গে ওইদিন আইনজীবী প্যানেলের আরেক সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের বলেছিলেন, এই জিডিটি শুধু বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার জন্য নয়। এটি তার আইনজীবী ও নেতাকর্মীসহ সবার নিরাপত্তার স্বার্থে দায়ের করা হয়েছে।