মিতু হত্যা : দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি


প্রকাশিত: ১০:১৫ এএম, ২৬ জুন ২০১৬

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার ঘটনায় আটক আনোয়ার ও ওয়াসিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার। রোববার দুপুর ৩টায় সিএমপিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইকবাল বাহার বলেন, আনোয়ার ও ওয়াসিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ছিল আনোয়ার। আর ওই সময় মনিটরিংয়ের দায়িত্বে ছিল ওয়াসিম। তারা টার্গেট করে পরিকল্পিতভাবে মাহমুদা খানম মিতুকে হত্যা করেছে।

জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডের কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দী দিতে রাজি হয়েছে। আজ (রোববার) তাদের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হচ্ছে।
 
তাদের দেয়া জবানবন্দীর উপর ভিত্তি করে বাকি আসামিদের শিগগিরই আটক করা হবে বলেও জানান পুলিশ কমিশনার।
 
তবে এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কে বা কারা -সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান। তিনি বলেন, আমরা আমাদের কোনো বক্তব্য থেকে সরে আসিনি। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব কিছু বলা যাচ্ছে না।

এসপি বাবুল আক্তারকে নজর বন্দী রাখা হয়নি উল্লেখ্য করে কমিশনার বলেন, তার (এসপি বাবুল) বাসায় নিরাপত্তার জন্য পুলিশ দেয়া হয়েছে। বাদী হিসেবে তাকে (বাবুল) জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে এবং পরে তিনি বাসায় চলে যান।

সংবাদ সম্মেলনে মামলা সংক্রান্ত নগর গোয়েন্দা এবং সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।