শুভ জন্মদিন ফাহমিদা নবী
জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। `এক মুঠো গান`, `এক মুঠো গান-২`, `দুপুরের একলা পাখি`, `মনে কি পড়ে না`, `আমার বেলা যে যায়`, `আকাশ ও সমুদ্র ওপার`, `স্বপ্ন গল্প`, `ছাত্র দেয়াল হঠাত্ খেয়াল`, `পরস্পর`, `ফড়িং`, `তুমি কি সেই তুমি`, `এক চাঁদ ভালোবাসা`, `নিছক স্বপ্ন`, `সেলিব্রেটিং লাইফ ১,২,৩ এবং`, `আমি আকাশ`সহ বেশ কিছু অ্যালবাম রয়েছে তার।
ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করে এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন। এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। ১৫ জানুয়ারি, ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে আকাশ ও সমুদ্র অপার নামে অ্যালবাম বের করেন।
বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন এক মুঠো গান-১ অ্যালবাম। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তাদ্র দ্বিতীয় অ্যালবাম এক মুঠো গান-২।