বাসায় ফিরেছেন এসপি বাবুল আক্তার


প্রকাশিত: ১১:০৩ এএম, ২৫ জুন ২০১৬

গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার শ্বশুরবাড়ি থেকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়ার দীর্ঘ সময় পর অবশেষে শ্বশুরের বনশ্রীর বাসায় ফিরেছেন চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে সহকর্মীরা ডেকে নেয়ার পর শনিবার বিকেল ৪টার দিকে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, ৪টার কিছু পরপরই বাবুল বাসায় ফিরেছে।ডিসি ডিবি (ইস্ট ডিভিশন) মাহবুবুল আলমের গাড়িতে সে বাসায় ফেরে। এরপর গোসল করে ঘুমায়।

বাসায় ফেরার পর শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এসপি বাবুল আক্তার মুঠোফোনে সাংবাদিকদের জানান, তাকে গ্রেফতার করা হয়নি। তার স্ত্রী হত্যার মামলার তদন্তের বিষয়ে ‘আলোচনা করতে’ই তাকে ডেকে নেয়া হয়েছিল।

তিনি বলেন, আমাকে গ্রেফতার করা হয়নি। যারা তদন্ত করছেন, তারা বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করেছেন।

তবে তাকে কোথায় ডেকে নেয়া হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি পুলিশের এ কর্মকর্তা।

এদিকে বাবুল আক্তার বাসায় ফেরার পরপরই সে বাসার নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে পুলিশ। খিলগাঁও থানার এসআই শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাবুল আক্তারের বাসার সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন।

জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।