ঈদে টানা ৯ দিন সরকারি ছুটি


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২২ জুন ২০১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে আগামী ৪ জুলাই ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন।

আগামী ১৬ জুলাই (শনিবার) অফিস করার শর্তে ৪ জুলাই নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই এই ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই শবেকদরের ছুটি।

ঈদের আগে শুধু শবেকদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

রোজার ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ থেকে ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ।

ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন সরকারি চাকরিজীবীরা।


জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।