আপিল করলেন আশরাফুল


প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২২ জুলাই ২০১৪

বিপিএল ফিক্সিং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে শাস্তি কমানোর জন্য মঙ্গলবার আপিল করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকাও জরিমানা করা হয়েছিল।

আট বছরের জন্য নিষিদ্ধ করা হলেও বলা হয়েছিল, আশরাফুলের শাস্তির মেয়াদ পাঁচ বছর পর পরবর্তী তিন বছর সাসপেন্ডেড বা স্থগিত হয়ে যাবে। যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী শিক্ষা ও পুনর্বাসন কর্মকাণ্ডে অংশ নেন।
আবেদন সফল হলে আবারও ক্রিকেটে ফেরার স্বপ্নে বিভোর হবেন ৩০ বছর বয়সী আশরাফুল।

এ ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই আমি আবার ক্রিকেটে ফিরতে চাই। ইংল্যান্ডের ফ্লিনটফকে দেখেন, পাঁচ বছর আগে রিটায়ার্ড করেছিল; এখন কিন্তু আবার স্টার্ট করল। সুস্থ থাকলে খেলা সম্ভব।’

নিজেকে ফিট রাখতে নিয়ম অনুযায়ী অনুশীলন করছেন আশরাফুল। ঈদের পর ট্রেনারের প্রোগ্রাম অনুযায়ী ফিটনেস ফিরে পাওয়ার কাজ শুরু করবেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।