এবার মার্কিন কন্স্যুলারের উপর ইসরাইলি হামলা


প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে মার্কিন কন্স্যুলারের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। শুক্রবার পশ্চিম তীরের তারমাস অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক জেফারসন রাথকে এক বিবৃতির মাধম্যে  বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইসরাইল জানিয়েছে, তার গাড়ির ওপর পাথর ছুঁড়ে মারা হয়েছে। কোন আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেনি।

হামলার ঘটনায় ওয়াশিংটন খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি। ইসরাইল এ ঘটনার মারাত্মক পরিণতি স্বীকার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানান রাথকে।
 
জানা গেছে, ইহুদিরা ফিলিস্তিনিদের অন্তত ৫,০০০ জলপাই গাছ ধ্বংস করে। এ ঘটনার সত্যতা সরেজমিনে দেখার জন্য পশ্চিমতীরের মার্কিন কন্স্যুলার গাড়ি নিয়ে ওই এলাকা পরিদর্শনে যান। যাওয়ার পথেই তারা হামলার শিকার হন এবং পরিদর্শন কর্মসূচি বাতিল করেন।
 
উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ কর্মসূচির বিরুদ্ধে আমেরিকা তীব্র নিন্দা জানানোর পর এ হামলার ঘটনা ঘটলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।