ইরাক থেকে ফিরলেন আরো ৩০ বাংলাদেশি


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২২ জুলাই ২০১৪

ইরাক থেকে আরো ৩০ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়ার একটি বিমানে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

সরকারি খরচে তাদের ইরাক থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার।

ইরাকে বর্তমান যুদ্ধাবস্থা তৈরির পর এ নিয়ে ১৪৮ জন বাংলাদেশী দেশে ফিরলেন। এর আগে ১ জুলাই ২৭ জন, ৮ জুলাই ৫১, ১১ জুলাই সাত ও ২০ জুলাই আটজন ফিরে এসেছেন। তারা সবাই ফিরেছেন নিজ দায়িত্বে ও খরচে। এ ছাড়া ১৯ জুলাই সরকারি ব্যবস্থাপনায় ১৫ জনকে ফিরিয়ে আনা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।