অনিশ্চয়তা কাটছে না বঙ্গবন্ধু গোল্ডকাপের
আর্থিক নিশ্চয়তার পরও অনিশ্চয়তা কাটছে না বঙ্গবন্ধু গোল্ডকাপের। প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। এ অবস্থায় পাঁচ বিদেশী দলের পঞ্চমটি নিয়ে এখনো ধোঁয়াশা। এখনো শুরু হয়নি প্রচার-প্রচারণার কাজ। গঠন করা হয়নি সাংগঠনিক কমিটিও।
প্রচার-প্রচারণা নিয়ে দফায় দফায় সভা হচ্ছে বাফুফে ভবনে। শুক্রবার ছুটির দিনেও এ নিয়ে আলোচনা হয়েছে। যদিও বাফুফে কর্মকর্তাদের দাবি, অন্য সব কাজ গুছিয়ে রাখা হয়েছে। এমন আশ্বাসের পরও যথাসময়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হবে কিনা, এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এ বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘পঞ্চম বিদেশী দল কোনটি, স্বল্প সময়ের মধ্যেই তা নিশ্চিত হবে। এছাড়া অন্যান্য কাজ কিন্তু আমরা গুছিয়ে এনেছি। সঠিক সময়ে অবশ্যই আসরটি শুরু করা সম্ভব।
ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম আন্তর্জাতিক এ আয়োজনের ভেনু। ঘরোয়া কার্যক্রম না থাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিচর্যার কাজ চলছে পুরোদমে। তবে সিলেট ভেনু নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
এশিয়া কাপ ফুটবল উপলক্ষে অস্ট্রেলিয়ায় জড়ো হচ্ছেন এএফসিভুক্ত দেশগুলোর ফুটবলপ্রধানরা, থাকবেন বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনও। সেখান থেকে ফিরেই বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম বিদেশী দল-সংক্রান্ত ঘোষণা দেবেন তিনি।