এসি বাসের টিকিটের জন্য হাহাকার


প্রকাশিত: ০৬:৫২ এএম, ২০ জুন ২০১৬

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে চলাচল করে যারা অভ্যস্ত এবারের ঈদে তাদের বেশ বিড়ম্বনাতেই পড়তে হতে পারে। কারণ আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের জন্য পর্যাপ্ত এসি বাসের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

তবে যাত্রীদের অভিযোগ, কাউন্টার থেকে বলা হচ্ছে এসি বাসের টিকিট নেই। যান্ত্রিক ক্রটির কারণে এসি বাস চলবে না। কিন্তু সহজ ডট কম (shohoz.com) এর মাধ্যমে অনলাইনে এসি বাসের টিকেট বিক্রি হচ্ছে। উপরন্তু মোবাইল ফোনে যোগাযোগ করলে কাউন্টার থেকে বলা হচ্ছে ২০০ টাকা বেশি লাগবে। তবেই মিলবে টিকিট।

সোমবার সরেজমিনে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালের ‘এসআর ট্রাভেলস’ এর কাউন্টারের সামনে গিয়ে দেখা যায়, কাউন্টারের দরজার উপরে বড় করে লেখা, ‘যান্ত্রিক ক্রটির কারণে এসি বাসের টিকিট বিক্রি বন্ধ’। কাউন্টার থেকেও বলা হচ্ছে এসি বাসের টিকেট বিক্রি বন্ধ রয়েছে। কিন্তু এসি বাসের টিকিট বিক্রি বন্ধের সাইনবোর্ডের পাশেই সহজ ডট কম এর সাইনবোর্ড দেখা যায়। সেখানে লেখা ‘ঈদে অগ্রিম টিকিটি (shohoz.com) #১৬৩৭৪ অনলাইনে পাওয়া যাচ্ছে।’

ACলাইনে দাঁড়িয়েই জনি নামে টিকিট প্রত্যাশী এক যাত্রী জানান, ‘কাউন্টারের সামনে দাঁড়িয়েই আমি সহজ ডট কম থেকে এসি বাসের টিকিট কিনেছি। অথচ এরা বলছে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ক্ষুব্ধ হন। শ্লোগান দেয়া শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গোলাম রাব্বনী নামে বগুড়া রুটের টিকিট প্রত্যাশী যাত্রী জাগো নিউজকে অভিযোগ করে বলেন, কাউন্টার কর্তৃপক্ষ বলছে এসি বাসের টিকিট নেই। কিন্তু ফোন করে জিজ্ঞাসা করলে বলছে, ‘টিকিট হবে তবে বকশিস লাগবে। টিকিট প্রতি ২০০ টাকা বেশি দিলে টিকিট পাবেন।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআর ট্রাভেলস এর গাবতলী শাখার ম্যানেজার মো. আমিন নবী জাগো নিউজকে বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের এবার এসি বাস সার্ভিস আপাতত নেই। নতুন এসি বাস নামানোর পরিকল্পনা চলছে। কিন্তু এখনো তা সম্ভব হয় নি। তবে আশা করছি ঈদের আগেই নামানো সম্ভব হবে। অনিশ্চয়তার কারণে এসি বাসের টিকিট বিক্রি করছি না।’

যাত্রীদের অভিযোগ সত্য নয় জানিয়ে ম্যানেজার বলেন, ‘যাত্রীরা যে ধরনের অভিযোগ করছেন তা সঠিক নয়, তবে আমরা অভিযোগগুলো অবশ্যই খতিয়ে দেখবো। অতিরিক্ত টাকা নেয়ার প্রশ্নই আসে না। আর এসি বাসের টিকেট আপাতত দিতে পারছি না।’

SR

তিনি বলেন, ‘এসআর ট্রাভেলস এর মোট ৫৩টি বাস। এর মধ্যে ২৪টিই চলছে না।

হানিফ পরিবহনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, হানিফের ননএসি বাসের টিকিট পর্যাপ্ত আছে। তবে এসি বাসের টিকিটের চাহিদা বেশি। ইতোমধ্যে তা শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আরও ২টি এসি বাস আসার সম্ভাবনার কথাও জানান তিনি।

শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গ রুটের ম্যানেজার মো. আলমগীর কবীর জানান, আমাদের এসি বাসের সংখ্যা খুবই কম। যা ছিল তা শেষ। তবে ননএসি বাসের টিকিট পর্যাপ্ত আছে।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।