জাপা নেতা এখন সৌদি রাষ্ট্রদূত


প্রকাশিত: ০৩:২০ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম মসীহ সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও গোলাম মসীহ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। শহীদুল হককে সম্প্রতি মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গোলাম মসীহ বলেন, সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি জেনেছি। এ জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, সচিবালয়ে সোমবার গিয়ে জানতে পারবেন আসলে কবে থেকে তিনি যোগদান করছেন।

জাপার সাবেক এ প্রেসিডিয়াম সদস্যকে সৌদিররাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের ভাষ্যমতে, মসীহ বাংলাদেশের একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তেল-গ্যাস নিয়ে তার বিস্তর অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনীতি বিষয়ক সম্পাদক গোলাম মসীহ আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন।

বিরোধী দলে থাকা জাতীয় পার্টির তিন নেতা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। পার্টির চেয়ারম্যান এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এবার বিরোধী দল থেকে আরেকজনকে রাষ্ট্রদূত করলো সরকার।

ঢাকা মহানগর (উত্তর) জাতীয় পার্টির এক নেতা জানান, গোলাম মসীহ কাজী জাফর আহমেদের সঙ্গে দল থেকে বহিষ্কৃত হন। পরে তিনি ফিরে আসার ইচ্ছা পোষণ করলেও চেয়ারম্যান মেনে নেননি। তবে রওশন এরশাদ তাকে রাজনৈতিক সচিব করে নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।