ঈদে তৌকীর-বিপাশা জুটির দুই নাটক
আসছে ঈদে দুটি নাটকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় নাট্যদম্পতি জুটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতকে। নাটক দুটি হচ্ছে ‘বেঁচে থাকার গান’ ও ‘স্বর্গপুরী’। ‘বেঁচে থাকার গান’ নাটকটি রচনা করেছেন তৌকীর আহমেদ এবং ‘স্বর্গপুরী’ নাটকটি রচনা করেছেন বিপাশা হায়াত।
আসছে ঈদে এসএটিভিতে প্রচার হবে ‘বেঁচে থাকার গান’ এবং ‘চ্যানেল আইতে প্রচার হবে ‘স্বর্গপুরী’। দুটি নাটকই পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, ঈদ এলে দর্শকের কথা মাথায় রেখে কিছু ভাল নাটক নির্মাণের চেষ্টা করি। বরাবরের মতো এবারও আমার প্রতিটি নাটকই দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে আশা করি। বিপাশা হায়াত বলেন, এখন অভিনয়ে নিয়মিত সময় দেয়া হয়ে উঠে না। তাই অবসর সময়ে লেখালেখিটা নিয়মিত করার চেষ্টা করি। তবে ঈদ এলে দর্শকের কথা মাথায় রেখে দু’তিনটি নাটকে কাজ করার চেষ্টা করি। এবারও তাই করেছি। আশা করি নাটকগুলো দর্শকদের ভাল লাগবে। এদিকে আসছে ঈদ উপলক্ষে তৌকীর আহমেদ আরও নির্মাণ করেছেন বৈশাখী টিভির জন্য ‘স্বর্ণলতা উপাখ্যান’, গাজী টিভির জন্য ‘নীলকাব্য’ এবং চ্যানেল নাইনের জন্য ‘অনেক তারার রাত’। প্রতিটি নাটকেরই রচয়িতা তৌকীর আহমেদ নিজে। নিজের নির্দেশিত নাটক ছাড়াও ঈদ উপলক্ষে আরও বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ। অন্যদিকে বিপাশা হায়াত আরিফ খানের নির্দেশনায় আফজাল হোসেনের বিপরীতে প্রায় ১৫ বছর পর একটি নাটকে অভিনয় করেন। নাটকটির নাম ‘তবুও নক্ষত্র জাগে’। নির্দেশনা দিয়েছেন আরিফ খান। উল্লেখ্য, তৌকীর আহমেদ নির্দেশিত ‘স্বর্ণলতা উপাখ্যান’ নাটকে তৌকীরের সঙ্গে অভিনয় করেছেন প্রসূন আজাদ, ‘নীল কাব্য’তে অভিনয় করেছেন বন্যা মির্জা এবং ‘অনেক তারার রাত’-এ অভিনয় করেছেন শার্লিন ফারজানা।