সোমালিয়ায় বিদ্রোহীদের হামলায় ৭ সেনা নিহত


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৫

সোমালিয়ার সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আল শাবাবের হামলায় অন্তত সাত সৈনিক নিহত হয়েছেন। অপরপক্ষে সেনাদের পাল্টা হামলায় নিহত হয়েছে তিন বিদ্রোহী। বাইদোয়া শহরে শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে।

সোমালি সেনাবাহিনীর সূত্রে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। এতে বলা হয়, বাইদোয়ার এক সেনাক্যাম্পে অতর্কিত হামলা চালায় আল শাবাবের যোদ্ধারা।

সেনাবাহিনীর এক কর্মকর্তা ক্যাপ্টেন আহমেদ ইদো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘শুক্রবার সকালে আমাদের ক্যাম্পে হঠাৎ আক্রমণ করে আল শাবাব।’ টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ইদো আরও বলেন, ‘আমরা সাত সেনাকে হারিয়েছি।’

আল কায়েদা সমর্থিত আল শাবাবের এক মুখপাত্র অবশ্য বলেছেন, কম করে হলেও ১০ সেনাকে তারা মেরে ফেলেছে। অবশ্য রয়টার্স লিখেছে, বেশিরভাগ সময়ই হতাহতের সংখ্যা বাড়িয়ে ঘোষণা করে গ্রুপটি।

আল শাবাবের গোয়েন্দা ও নিরাপত্তা শাখার প্রধান তাহলিল আবদিশাকুরকে হত্যা করা হয়েছে বলে যে খবর দিয়েছে যুক্তরাষ্ট্র, তার ঠিক দুই দিনের মাথায় এই হামলা চালাল বিদ্রোহী গ্রুপটি।

ইদো জানান, সেনাবাহিনীর পাল্টা হামলায় তিন বিদ্রোহী নিহত হয়েছে। পশ্চিম পন্থী মোগাদিশু সরকারের পতনে এবং কট্টরপন্থী ইসলামিক অনুশাসন প্রতিষ্ঠায় লড়াই করে আসছে আল শাবাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।