পলিথিনের বস্তার ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত : মন্ত্রী


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৮ জুন ২০১৬

বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, বিগত সময়ে মাসব্যাপী সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করায় বাজারে পাটের বস্তার ব্যবহার শতভাগ অর্জিত হয়েছে। আবার যাতে পলিথিনের বস্তা ব্যবহার না হয় সে লক্ষ্যে সারাদেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
 
জাতীয় সংসদের অধিবেশনে শনিবার সকালে টেবিলে উত্থাপিত ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
 
মন্ত্রী জানান, ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে মাসব্যাপী সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রয়োগ করা হয়েছে। ফলশ্রুতিতে বাজারে পাটের বস্তার ব্যবহার শতভাগ অর্জিত হয়েছে। পুণরায় যাতে পলিথিনের বস্তা ব্যবহার না হয় সে লক্ষ্যে সারাদেশে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ আইন দুটির প্রসঙ্গ তুলে মন্ত্রী আরো জানান, ওই আইন ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর আছে। আইনে নির্ধারিত ছয়টি পণ্যে মোড়কীকরণে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
 
এইচএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।