ডেসটিনির পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে আরেকটি মামলা হচ্ছে
বিতর্কিত বহুস্তর বিপণন পদ্ধতির (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. মোজাম্মিল হোসেন শিগগিরই মামলাটি করবেন বলে দুদক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের প্রতারণা মামলার তদন্তের সময় ফারাহ দিবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পায় দুদক। পরে তার বিরুদ্ধে আলাদা অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দেয় কমিশন। কিন্তু যথাসময়ে তিনি সম্পদ বিবরণী দুদকে জমা দেননি। এ কারণে কমিশন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। অভিযোগপত্র দাখিলের পর মামলা দুটি এখন বিচারের অপেক্ষায়। রফিকুল আমীন বর্তমানে কারাগারে।
এআরএস/এবিএস