ট্রাফিক এবার মামলা করবে ডিজিটাল ডিভাইসে


প্রকাশিত: ১১:০৬ এএম, ০১ জানুয়ারি ২০১৫

আর কাগজে মামলা নয়। নতুন বছরের প্রথমদিন থেকে ডিজিটাল ডিভাইসে মাত্র ৩০ সেকেন্ডে মামলা করবে ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১টায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু মনুমেন্ট স্কোয়ারে ট্রাফিক পোস ডিভাইসের উদ্বোধনকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

তিনি বলেন, ট্রাফিক পোস ডিভাইডারের মাধ্যমে দ্রুত সময়ে মামলা করার পাশাপাশি পুলিশ ও জনগণ বেশ কিছু সুবিধা পাবে। এর মাধ্যমে পুলিশ সঙ্গে সঙ্গেই বলে দিতে পারবে যে, কোনো গাড়ির কাগজপত্র সঠিক আছে কিনা, এর আগে কোনো মামলা ছিল কি না। পাশাপাশি মামলা করে মামলার কাগজও প্রিন্ট করে দিতে পারবে ৩০ সেকেন্ডের মাধ্যমে।

বেনজীর আহমেদ বলেন, এ ডিভাইসের মাধ্যমে যাদের নামে মামলা হবে তারাও দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন মোড়ে ৫০০টি ট্রাফিক পোস ডিভাইস দেওয়া হয়েছে। ইউসিবি ব্যাংক ও কি-ক্যাশ এর সহায়তায় এ ডিভাইসটি ব্যবহার করছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।