ঈদে পুলিশের ইউনিট হিসেবে কাজ করবে র‌্যাব


প্রকাশিত: ১০:২৩ এএম, ২২ জুলাই ২০১৪

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘ঈদে বাংলাদেশ পুলিশের একটি ইউনিট হিসেবে দায়িত্ব পালন করবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ইতোমধ্যে র‌্যাব-পুলিশ সড়কে টহল শুরু করেছে।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের চন্দ্রায় মঙ্গলবার দুপুরে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, ‘গত ঈদে আমরা দায়িত্ব পালনে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছি। এবারও পরিস্থিতি তুলনামূলক ভাল থাকবে।’

আইজিপি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশও তৎপর রয়েছে। বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও আশা করি এবারের ঈদে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।