ঝুলে গেল ১৪২ তলা আইকন টাওয়ার নির্মাণের চুক্তি


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ জুন ২০১৬

ঢাকার পূর্বাচলে ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার নির্মাণে যুক্তরাষ্ট্রের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কেপিসির সঙ্গে রোববার বিকেলে চুক্তি হওয়ার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি।

কবে নাগাদ এ চুক্তি হবে এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছুই জানাতে পারেননি। অর্থ মন্ত্রণালয়ে ওই প্রতিষ্ঠানটির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা ছিল। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এমই্উএইচ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।