পেট্রল বোমাবাজরাই মিতুর হত্যাকারী : আইজিপি


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১২ জুন ২০১৬

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিল তারাই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করেছে। শুধু মিতু হত্যা নয়, তারা সারাদেশে গুপ্তহত্যা চালাচ্ছে।

রোববার চট্টগ্রামে দামপাড়াস্থ মেট্রোপলিটন শুটিং ক্লাবে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেট্রলবোমা মেরে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল তারাই এখন গুপ্তহত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুলিশের একার পক্ষে জঙ্গি নির্মূল করা সম্ভব নয়। তবে যেকোনো মূল্যে এদের নির্মূল করা হবে।

সারাদেশে জঙ্গিদের ধরতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে আইজিপি বলেন, জঙ্গি দমনে আপনারা পুলিশকে সহযোগিতা করুন।

সম্প্রতি সব জঙ্গি ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্রও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সুধী সমাবেশের এ অনুষ্ঠানে সাবেক মেয়র ও চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ইকবাল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

জীবন মুছা/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।