মুক্তিযুদ্ধের রূপায়ন ঘটবে ১৪২ তলা টাওয়ারে
বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধ। লাখো শহীদের রক্ত দিয়ে কেনা লাল-সবুজের পতাকা বাঙালির ত্যাগ আর মহিমার কথাই বলে। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন আছে। আছে আকাঙ্খার অপূর্ণতা। তবুও সেই চেতনাকেই বুকে ধারণ করে বাঙালির সমস্ত আয়োজন।
মক্তিযুদ্ধের চেতনা রূপায়ণের এমন-ই এক আয়োজন ‘আইকন টাওয়ার’। টাওয়ারের প্রস্তাবিত নকশায় মুক্তিযুদ্ধের চেতনাই ফুটিয়ে তোলা হয়েছে।
সূত্র জানায়, ১৪২তলা এই টাওয়ারের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এই ভবনের দিকে তাকালে মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে। এটি নির্মাণ সম্পন্ন হলে দুই পাশ থেকেই ৭১ লেখা ফুটে উঠবে।
বিশ্বের অন্যতম সর্বোচ্চ এই টাওয়ার স্থাপনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে। দেশ বিদেশের পর্যটকরা টাওয়ার পরিদর্শনে এসে মুগ্ধ হওয়ার পাশাপাশি মুক্তযুদ্ধের বিশেষ গুরুত্ব অনুভব করতে পারবে।
ঢাকার অদূরে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপ। এই গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তার উপস্থিতিতে রোববার কেপিসি গ্রুপ এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই টাওয়ার নির্মাণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এএসএস/এসকেডি